
দৈনিক ইংরেজী পত্রিকা আরব টাইমস এর ১৭ আগস্ট ২০২০ ইং তারিখে প্রকাশিত খবরে জানা যায়- কুয়েতে কর্মরত প্রবাসীদের ৬০ বছর ও অনুর্ধ শ্রমিকদের ভিসা ইস্যু, স্থানান্তর বা নবায়ন করবেনা কুয়েত সরকার।
কুয়েত সরকারের বর্তমান ডাটা অনুযায়ী প্রায় ৮৩ হাজার শ্রমিক আছে যাদের বয়স ৬০ এর ঊর্ধ্বে – তাদের সবাইকে ২০২১ সালে এ প্রস্তাব আইনে বাস্তবায়িত হলে কুয়েত ত্যাগ করতে হবে। তবে প্রায় ১ লক্ষ ৪৯ হাজার মহিলা আছে যারা কুয়েতী বাসায় কর্মরত যাদের বয়স ৬০ এর নীচে। কুয়েতে হাজার হাজার প্রবাসী পরিবার সংকায় আছে- যদি ২০২১ সালে এই প্রস্তাব আইনে পরিনত হয় তবে তাদের স্কুল বা কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের কুয়েত ত্যাগ করতে হবে, যেহেতু লিগ্যাল গার্ডিয়ানদের বয়স ৬০ উর্ধ হবে, সেইক্ষেত্রে পরিবার পরিজন নিয়ে সবাইকে কুয়েত ছাড়তে হবে।