আজ বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে লুইস গ্লুকের নাম ঘোষণা করে।
লুইস গ্লুকের জন্ম ১৯৪৩ সালে নিউইয়র্কে। ১৯৬৮ সালে ‘ফার্স্টবর্ন’ নামের বই দিয়ে সাহিত্যের জগতে আত্মপ্রকাশ করেন। শিগগিরই তিনি মার্কিন সমকালীন সাহিত্য জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হোন। কাব্য সাধনার বাইরে লুইস গ্লুক একজন শিক্ষক। কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটির শিক্ষক তিনি।
পৌরাণিক কাহিনি থেকে পাওয়া অনুপ্রেরণার ছাপ তাঁর কাব্য চর্চায় পাওয়া যায়। ১৯৯২ সালে ‘দ্য ওয়াইল্ড আইরিস’ সংকলনের জন্য গ্লুক পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।
লুইস গ্লুক নোবেল পুরস্কারের আর্থিক মূল্যমান ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ১১ লাখ ২১ হাজার ডলার) পাবেন।