ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম :: মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে সরকার বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে ১ হাজার কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর এ বিষয়ে দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে সাড়া মিলছে না।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে তাদের তালিকা চেয়ে গত ১০ ফেব্রুয়ারি চিঠি পাঠায় বিএমইটি। কোনো রিক্রুটিং এজেন্সির তালিকা না পাওয়ায় দ্বিতীয় দফা চিঠি পাঠানো হয় ২৭ ফেব্রুয়ারি। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘লকাডাউন’ শুরু হলে এ কার্যক্রমে ভাটা পড়ে।
এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ২৮ আগস্ট আগ্রহী রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা চেয়ে তৃতীয় দফা চিঠি পাঠানো হয়, যার সময়সীমা শেষ হয়েছে গত বৃহস্পতিবার। বিএমইটির মহাপরিচালক মো. শামছুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চিঠিতে কাজ না হলে রিক্রুটিং এজেন্সিগুলোকে আলোচনায় ডাকা হবে। তাদের বলা হবে, সরকারের উদ্যোগটি জনস্বার্থে।
এখানে ব্যবসায়িক চিন্তা করা যাবে না। সারা বছর তারা বাণিজ্যিকভাবে লাখ লাখ কর্মী বিদেশে পাঠায়। এর মধ্যে ১০০ এজেন্সিও যদি ১০ জন কর্মীর দায়িত্ব নেয়, তাহলেই মুজিববর্ষের কার্যক্রম বাস্তবায়ন হয়ে যাবে।