গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৪ জন। জুলাই ও আগস্টের মধ্যে এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যু। সব মিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৮২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে।
আজ বুধবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ৪২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি নমুনা।