নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ সুরমা থেকে মো: শফিকুল হক শামীম (২৭) ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। সে সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের পশ্চিম চৌকিদেখীর মো: আব্দুল খালেক নান্নু মিয়ার ছেলে।
জানা যায়- গতকাল শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ)/ মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি টিম ভার্থখলাস্থ পঞ্চায়েত কবরস্থানের বিপরীতে মেসার্স শাহ জালাল স্টোর-২ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান-১ (এক) গ্রাম ও মাদক ব্যবসায় ব্যবহ্নত ০১টি রবি সিম যুক্ত নকিয়া ঞঅ-১০১০ মডেল এর বাটনওয়ালা মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পরে আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০২, তারিখ-০৬/০২/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০ (ক) রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।