দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা’র জালালপুর থেকে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেব। গ্রেপ্তারের পর এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হলে শুক্রবার (৪ মার্চ) পু’লিশ তাদেরকে কারাগারে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।
এর আগে বৃহস্পতিবার জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামে রেব অভিযান চালিয়ে তাদেরকে গ্রে’প্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা থানার আজমতপুর গ্রামের শাহ আলম মিটু (২৮) ও জালালাবাদ থানাধীন লামারগাঁও গ্রামের রুবল আমিন (২৯)।
পরে মোগলাবাজার থানায় আসামিদের হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন রেব-৯ এর গণমাধ্যম কর্মক’র্তা (এএসপি) ওবাইন।