
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া ঘোড়া প্রতীক নিয়ে পান ৩১১৮ ভোট, বিএনপির প্রার্থী সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব আল মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পান ২৮৫৫ ভোট।
বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগন, আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।