ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১৭ জন, এই পর্যন্ত মোট মারা গেছেন ৫ হাজার ৪৭৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৯৬ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।
আজ শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫০৬টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ২৫৬টি। এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়।