সাংবাদিক সৈয়দ সুমনের উপস্থাপনায় ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজা সায়মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক সামসুুদ্দিন আহমেদ, সাংবাদিক মুসা আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ললাই মিয়া, নিয়ামত আলী, মানিককোনা সি এন জি শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শ্রমিক নেতা আনিস মিয়া, মাসুুক আহমেদ, মাহতাব আলী, সাদিক মিয়া, ফাইম মিয়া, আতিকুুর রহমান- প্র্রমুখ।