বিশেষ প্রতিনিধি : দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের রাঘবপুর গ্রামে আল্লামা ফুলতলী ক্বিবলাহ (রহ.) স্মৃতি পরিষদ মোগলাবাজার শাখার উদ্যোগে গত ১লা জানুয়ারি শুক্রবার বাদ এশা রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদে, মাসিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণ করেন রাখালাগঞ্জ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সিরাজুল হক সাইস্তা।
আল্লামা ফুলতলী ক্বিবলাহ (রহ.) স্মৃতি পরিষদ মোগলাবাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান উসামা জানান- তাদের এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে।