আহাদ আম্বিয়া খোকন : সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য হিসাবে বিজয়ী আব্দুল আউয়াল কয়েস আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি’র কাছে শপথ বাক্য পাঠ করেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সম্পত্তি দেশের বিভিন্ন জেলা পরিষদের উপনির্বাচনের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল কয়েস শপথের মাধ্যমে সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।