বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল
হৃদয় বিদারক দৃশ্য
রাজা প্রজা এক সারিতে
স্তব্ধ গোটা বিশ্ব।
করোনা নামক মহামারী
রাব্বে করিম উঠিয়ে নাও
জগৎ জুড়ে মাওলা তুমি
শান্তি, স্বস্তির বার্তা দাও ।
গোটা বিশ্বে মসজিদ বন্ধ
এ দৃশ্য কি শোভা পায়
মুসলমানরা তোমার ঘরের
জিয়ারতে আসতে চায়,
তোমার ঘরের রুদ্ধ দ্বারটা
দাও না প্রভু খুলে দাও
ক্ষমা প্রার্থনা চাইতে মোদের
দাওনা প্রভু সুযোগ দাও।
অপরাধী হলেও প্রভু
বান্দা মোরা তোমার তাই
ক্ষমা করে রক্ষা করো
নয়তো মোদের উপায় নাই।
পাপিষ্ঠদের হেদায়েত কর
ঈমানদারদের সহায় হও
স্রষ্টা তোমার সৃষ্টির প্রতি
করুণা কর সদয় হও।