
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন- মনের মাঝে লুকিয়ে থাকা হিংসা অহংকার ধনী গরীবের ব্যবধান বিসর্জন দেয়াই হচ্ছে ঈদুুুল আজহার প্রকৃত শিক্ষা। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মানে হাসি-খুশি, ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা।
নেতৃবৃন্দ বলেন- পবিত্র ঈদুল আযহার শুভ বার্তা সবার জীবনে আসুক, ছড়িয়ে দিক রহমতের আলো বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
নেতৃবৃন্দ আরো বলেন- করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে ঈদের নামাজ পড়ার ও সেই সাথে সরকারি নির্দেশ অনুযায়ী এবার ঈদে কোলাকুলি বা অতিরিক্ত লোকের ভিড় না করার আহ্বান জানান। (বিজ্ঞপ্তি)