আহাদ আম্বিয়া খোকন :. সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফর রহমান আজ জেলা পরিষদের সম্মেলন কক্ষে সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের উপনির্বাচনে নবনির্বাচিত সদস্য আব্দুল আউয়াল কয়েস কে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের উপদেষ্টা ও সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
পরে সিলেট জেলা পরিষদের মাসিক সভায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বৃন্দ।