বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দফতরের সহযোগীতায় সিলেট কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত বিদেশী কয়েদীদের মধ্যে নিত্য ব্যবহার্য্য জিনিসপত্র উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৮ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেল সুপার আবু সালাম তালুকদারের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন= বাংলাদেশ রেড ক্র- সেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্য নির্বাহী কমিটির সদস্য সোয়েব আহমদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আব্দুস সালাম, জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, যুব সদস্য রিনা বেগম- প্রমূখ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি , গামছা , টাউজার, সুয়েটার, টি সার্ট, স্যান্ডো গেঞ্জি, জুতা, সাবান, টুথব্রাশ ও লন্ডী সাবান।
সূত্রঃ southsurmanews24.com