
অন্যদিকে জেলায় সকল ক্যাটাগরিতে শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ।
জানাগেছে, রোববার (২০ সেপ্টেমর) সিলেটর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুলাই ২০২০ ইং ও আগস্ট ২০২০ ইং মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদকে সকল ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ট সার্কেল ও জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)।