ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম : যুক্তরাজ্যে ভয়াবহ করোনার ঝুঁকি নিয়ে লন্ডন থেকে সিলেট এসেছেন আরও ৩৪ যাত্রী। তবে বিমানের ৩৪ যাত্রীর মধ্যে ২৮জন সিলেট নামেন বাকি ৬জন ঢাকায় চলে যান।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান- বিমানের ফ্লাইটে ২৮ জন যাত্রী সিলেটে নেমেছেন। আজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটে আসা যাত্রীদের সবার কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাদের বিআরটিসি বাসে করে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।