রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর শনিবার দক্ষিণ সুরমার পিরোজ পুরস্থ প্রফেসর এনামুল হকের বাড়ীতে সমাজের সুবিদা বন্চিত দরিদ্র মাদ্রাসা ছাত্রদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
রোটারি ক্লাব মেট্রোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান আহসান আহমদ খান’র সভাপতিত্বে ও পরিচালনায় দক্ষিণ সুরমার পিরোজ পুরে প্রফেসর এনামুল হকের বাড়ীতে পিরোজপুর দাখিল মাদ্রাসার দরিদ্র ২৫ জন ছাত্রদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এসাইন এসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর এনামুল হক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ক্লাবের এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান প্রোফেসর এনামুল হক, পিপি নুরুল হক, পিপি মোশারফ হুসেইন জাহাঙ্গির, পিপি কবির উদ্দিন, পিপি কাজি ময়নুল ইসলাম হেলাল, পিপি সাহেদ ইসলাম, পিপি হানিফ মোহাম্মদ, পিপি আবুল হসনাত, পিপি কমাল উদ্দিন ভূইয়া, পিপি আজি্জু রহমান, পিপি ইয়াকুতুল গনি ওসমানি, পিপি তৌফিক বক্স লিপন, আই পিপি আবু সুফিয়ান, হিলটাউনের প্রেসিডেন্ট মাসুম চৌধুরী, ক্লাব সেক্রেটারি রোটঃ সোহাদ রব চৌধরী, প্রেসিডেন্ট ইলেক্ট রেহান উদ্দিন রায়হান, বাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান খোকন, বাইস প্রেসিডেন্ট ইকবাল হুসেন, রোটঃ ইন্জিনিয়ার ময়নুল ইসলাম, রোটাঃ রেজাউল করিম, রোটাঃ তানভির বখত, রোটাঃ ইখতিয়ার চৌধুরী, রোটাঃ তফজ্জুল হুসেইন, রোটাঃ এডঃ আজিম উদ্দিন, রোটাঃ তাজ উদিদন খান, রোটাঃ আসাদুজ্জামান রনি, রোটাঃ নাজির আহমদ- প্রমুখ। (বিজ্ঞপ্তি)