যুক্তরাজ্য থেকে আয়াস উল করিম : যুক্তরাজ্যের বার্মিংহামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে এক বাংলাদেশি দম্পতি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বার্মিংহামের একটি মোটরওয়েতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহমান মুয়িম (৪৫) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৭)।
গৃহবধূর স্বজনরা জানান- পাপিয়া ও উনার স্বামী সড়ক দুর্ঘ টনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পাপিয়ার বাবার বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে এবং স্বামীর বাড়ি রাজনগর উপজেলার বিনয়শ্রী (কদমহাটা) গ্রামে।