মহান বিজয় দিবস উপলক্ষে দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল বাংলা ভাষাভাষীদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ‘বাংলা টাউন সুপার মার্কেট’র মালিক, ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান ও সমাজকর্মী কাওসারুজ জামান।
কাওসারুজ জামান বলেন- আমরা এই বাংলাদেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন- বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবগাঁথা দিন ১৬ ডিসেম্বর। বাঙালির নিজস্ব জাতিসত্ত্বার উন্মেষের দিন। এদিনেই মহান স্বাধীনতাযুদ্ধে বিজয় সূচিত হয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। মহান বিজয় দিবসের এই শুভক্ষণে আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্থরের নাগরিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিশেষে বলছি- করোনাভাইরাস আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে, আমি আপনাদের সকলকে সরকারের স্বাস্থ্যনির্দেশনা মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞপ্তি