
প্রতারণার শিকার প্রবাসী শেখ মোরশেদ মিয়া নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপু মিয়া ফেঞ্চুগঞ্জের কাজিবাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এ তথ্য জানান।
তিনি জানান, প্রতারক কাজী অপু ও তার ভাই কাজী টিপুর প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। সে পুলিশ সুপার, ফেঞ্চুগঞ্জ থানার ওসির পরিচয় দিয়েও করেছে প্রতারণা। তার ব্যবহৃত নাম্বার থেকে ফোন করে পুলিশ সুপার পরিচয় দিয়ে এক প্রবাসীর টাকাও আত্মাসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ভুয়া নাম্বারে হোয়াটস-আপ খুলে প্রোফাইল পিকচারে এসপি ও তার পরিবারের লোকজনের ছবি টাঙ্গিয়ে প্রতারণা করতো দুই ভাই অপু ও টিপু। এমনকি উর্ধ্বতন অফিসারদের ছবির সাথে এডিট করে তার ছবি লাগিয়ে প্রতারণা করারও প্রমাণ পেয়েছে পুলিশ।
তাদের সাথে আর কেউ জড়িত আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। প্রতারক কাজী অপু ও তার ভাই কাজী টিপুর বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।