ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সাহেদ’কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলার বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য ও দুই নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী।
বিবৃতিতে সুফিয়ানুল করিম চৌধুরী বলেন- সুপরিকল্পিতভাবে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাবহার করে গায়েবি মামলা মাধ্যমে দলের নেতা কর্মীদের হয়রানি করছে- তারই ধারাবাহিকতায় মোয়াজ্জেম হোসেন সাহেদ’কে গ্রেফতার করা হয়েছে! তিনি উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ’সহ কারাগারে আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিজ্ঞপ্তি