ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নতুন নিয়ােগ পেয়েছেন সিলেটের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভােকেট এ এম আমিন উদ্দিন।
আজ বৃহস্পতিবার তাকে ১৬ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ দেয়ার বিষয়টি জানিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড . মাে . রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাে হয়। এতে বলা হয়- রাষ্ট্রপতি মাে. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ দিয়েছেন।
উল্লখ্যঃ গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ ) মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।