আবু জাফর আল মনসুর : ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা’র জনপ্রিয় ক্রিকেট ক্লাব, সোনালী বাংলা ক্রিকেট ক্লাবের জার্সি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়েছে।
৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ৪র্থ কে পি এল সেমিফাইনাল নিশ্চিত করায় দলের নতুন এ জর্সি উন্মোচিত হয়।
উম্মোচন অনুস্টানে উপস্তিত ছিলেন-,ক্লাবের উপদেষ্টা জাকির হোসেন রেখন, মফিজুর রহমান, কে পি এল আয়োজক কমিটির সভাপতি, মাসুদ সাব্বির, সেক্রেটারি এম ডি হোসাইন আহমেদ।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনালী বাংলা ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি রুহেল আহমদ রায়হান, ক্রীড়া সম্পাদক জাকের আহমেদ, সদস্য ফরহাদ কবির, সদস্য রুহুল আমীন- প্রমুখ।
উল্লেখ্য, সোনালী বাংলা ক্রিকেট ক্লাবের জার্সি স্পন্সর করেন রিয়াজ উদ্দিন স্পেন প্রবাসী।