
উক্ত আলোচনায় সভায় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জের ব্লাড সেন্টারের প্রতিষ্টাকালিন সদস্য সানজিদা হক সামিয়া, ছাব্বির হোসেন, খালেদ আহমেদ, সেহান উদ্দিন সেজু, আব্দুল কাইয়ুম নয়ন, মাহিয়া আক্তার, বিউটি আক্তার, ইমা আক্তার, সাইম মাহমুদ জনি, রাজেন কুর্মী।
এসময় তারা বিনামূল্যে রক্ত দেয়ার জন্য কথা বলে এবং বিনামূল্যে রক্ত দেয়ার মাধ্যমে কীভাবে মানুষের কাছে তাদের এই মহত উদ্যোগ পৌঁছানো যায় এর লক্ষে সকল যুবক – যুবতীরদেরকে তাদের পাশে থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি