ইকবাল আহমেদ লিমন : ফেঞ্চুগঞ্জে উত্তর কুশিয়ারার কটালপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের ৫ম ম্যাচে তাদের ১ম ম্যাচে ১০৮ রানে জয় নিশ্চিত করেছে ফকির পাড়া ক্রিকেট ক্লাব।
ঐতিহ্যবাহী পশ্চিম কটালপুর ভি টি মাটে শাপলা কুড়ি ক্রিকেট ক্লাব বনাম ইউপি ফকির পাড়া ক্রিকেট ক্লাবের মধ্যকার গ্রুপ পর্বের ৫ম ম্যাচ আজ মঙ্গবার বিকাল ২:৩০ শুরু হয়।
শাপলা কুড়ি ক্রিকেট ক্লাব ক্লাবের ক্যাপ্টেন তানভীর টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করেন। নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮করে তারা।
সর্বোচ্চ রান আসে কামিল এর ব্যাট থেকে ৪৬, ক্যাপ্টেন তানভীর ৩৩, আব্দুল কুদ্দুস ৩৬, জগলু সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।
টসে হেরে বড় টার্গেট খেলতে নামে ফকির পাড়া ক্রিকেট ক্লাবের ব্যাটিং ব্যার্থতায় নির্ধারিত ১৬ ওভারে মধ্য ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯০ রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ আজিজ ২৫, সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন জাফর আহমদ।
খেলা পরিচালনা করেন সাহিদ আহমদ ও জাকের আহমদ। স্কোর বোর্ডের দ্বায়িতে থাকেন ফাহিম আহমেদ ।
ফলঃ ১০৮ রানে জয়ী শাপলা কুড়ি ক্রিকেট ক্লাব, ডন্ডি পাড়া। ম্যান অব দ্যা ম্যাচ জাফর আহমদ ৫ উইকেট।