কাটে দিবারাত
পেটে নাহি ভাত
রাস্তার পাশে বসে ওরা
করে আর্তনাদ।
ক্ষুধার যন্ত্রণায় কাতর ওরা
চায় না তেমন কিছু
একটু খানি আহারের আশে
নেয় বাবুদের পিছু।
সন্ধ্যা নেমে আসে যখন
রাস্তা ঘেঁষে বসে তখন
কীটপতঙ্গ মশার আঘাতে
নির্ঘুম কাটে রাত
আশ্রয় ওদের কেবল মাত্র
শহরের ফুটপাত।
ছিন্নমূল ঐ মানুষগুলো
সর্বহারা নিঃস্ব
ব্যাথিত করে মনটা আমার
তাদের করুণ দৃশ্য।
দাওনা প্রভু বদলে ওদের
কষ্টের জীবন খানি
হাসুক ওরা থাকুক সুখে
ভুলে যত গ্লানি।