
আজ ( ১৯ আগস্ট ) এক শােকবার্তায় বলেন- বাংলাদেশের রাজনীতিতে আজিজুর রহমানের অবদান অবিস্বরণীয়, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রবীণ রাজনীবিদ এবং বঙ্গবন্ধুর একজন অনুসারীকে হারালাে। বীর মুক্তিযােদ্ধা আজিজুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের রাজনৈতিক সমন্বয়ক ও কমান্ডার হিসেবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রাদেশিক পরিষদের সদস্য আজিজুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন- একজন প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডার হিসেবে তিনি ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মহকুমা প্রশাসকের কার্যালয়ে-আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে মৌলভীবাজারকে হানাদারমুক্ত ঘােষণা করেন।
শােকবার্তায মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । বিজ্ঞপ্তি