দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার মোগলাবাজার থেকে ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ আবু ইউসুফ (২৫)। সে কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিং গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
গতকাল সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও এএসপি এ,কে,এম কামরুজ্জামানের নেতৃত্বে মোগলাবাজার থানার শ্রীরামপুর পয়েন্ট থেকে ৬৬ কেজি ভারতীয় বিস্কুটসহ তাকে আাটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান,জব্দকৃত আলামতসহ আটককৃত আসামীকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।