বিশেষ প্রতিনিধি : জাপা নেতা আতিকুর রহমান আতিকের উদ্যোগে সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে জাতীয় পার্টির কার্যালয়ে শতাধিক গরীব, অসহায় দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
লালাবাজার ইউনিয়ন জাপা নেতা নাজির আহমদের সভাপতিত্বে ও সমাজসেবক ও শিক্ষানুরাগী ফয়জুর রহমান গেদুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুহিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাপার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রহমান মামুন, লালাবাজার জাপা নেতা সৈয়দ বসর আহমদ, লালাবাজার যুব সংহতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
শীতবস্ত্র বিতরণকালে আরোও উপস্থিত ছিলেন- আব্দুস সামাদ, তোফায়েল আহমদ, সেলিম আহমদ, আব্দুল হান্নান, ফজলু মিয়া, সাদেক আলী, আরিছ আলী, জায়েদ আহমদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য শিশুবান- প্রমুখ।