আহাদ আম্বিয়া খোকন : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এ বছর করোনা মহামারীর কারনে বিজয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেট জেলা পরিষদ। করোনা মহামারীর কারণে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার সূর্য সন্তানদেরকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বছরের মতো এবার সংবর্ধিত করা যাচ্ছেনা। তাই সিলেট জেলা পরিষদ এবার ভিন্ন আঙ্গিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্বাস্হ্যবিধি মেনে তাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌছে দেওয়ার সিন্ধান্ত গ্রহন করে।
সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে সিলেট জেলা পরিষদ সদস্য আশিক মিয়া ও সুষমা সুলতানা রুহি গতকাল ওসমানীনগরের সাবেক তিনজন উপজেলা কমান্ডার-বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল. বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ.বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার মজুমদার এর বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় সাথে ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমেদ ভিপি।