এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের তীব্র নিন্দা, ক্ষোভ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাজ্য নিউক্যাসল আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়াছ উল করিম।
আজ সোমবার এক বিবৃতিতে যুক্তরাজ্য নিউক্যাসল আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়াছ উল করিম বলেন- পুণ্যভূমি সিলেটে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যথায় শান্তির এই নগরীর সুনাম ক্ষুন্ন হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু তৎপরতায় দ্রুত শাস্তির আওতায় আনা হোক এই নরপিশাচদের। অন্যথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে।
যুক্তরাজ্য নিউক্যাসল আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়াছ উল করিম বিবৃতিতে আরো বলেন- শতবর্ষী একটি মহতী শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে কয়েকজন কুলাঙ্গার এভাবে ধূলিস্যাত করতে পারে না। নারীর অধিকার ও মর্যাদা ক্ষুন্ন হওয়ার জন্য একদিন আমাদের সবাইকে বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিজ্ঞপ্তি